Wellcome to National Portal
Main Comtent Skiped

How to get services

1। রান্নার পর চুলা সম্পূর্ণ ভাবে নিভিয়া ফেলুন।

2। ভেজা জামা কাপড় চুলার উপর শুকাতে দিবেন না।

3। গ্যাসের চুলা জ্বালানোর পূর্বৈ কমপক্ষে 15 মিনিট পূর্বে রান্নাঘরের জালানা /দরজার খুলে  বাতাস চলাচলের ব্যবস্থা গ্রহন করুন।

৪। সঠিক মাতনের বৈদ্যুতিক তার ব্যবহার করুন।

5। বাসাবাড়ির বৈদ্যুতিক লাইন প্রতি ০৬ মাস অন্তর অন্তর নিয়মিত পরীক্ষা করুন।

6। সঠিক মানের বৈদ্যুতিক তার/সরঞ্জাম ব্যবহার করুন।

  • বিলম্ব না করে নিকটস্থ ফায়ার স্টেশনে সংবাদ দিন/অথবা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে (০২-৯৫৫৫৫৫৫/০১৭৩০৩৩৬৬৯৯)অবহিত করুন
  • শুরুতেই আগুন নিভানোর চেষ্টা করুন
  • বহনযোগ্য অগ্নিনির্বাপনী যন্ত্র ব্যবহার করুন
  • বৈদ্যুতিক লাইনে/যন্ত্রপাতিতে আগুন ধরলে পানি ব্যবহার করবেননা। বহনযোগ্য কার্বন ডাই-অক্সাইড/ড্রাইকেমিক্যাল পাউডার এক্সটিংগুইসার ব্যবহার করুন। না পেলে শুকনো বালি ব্যবহার করুন। 
  • তৈল জাতীয় পদার্থের আগুনে পানি ব্যবহার বিপদজনক। বহনযোগ্য ফোমটাইপ ফায়ার এক্সটিংগুইসার/শুকনো বালি/ ভেজা মোটা কাপড় বা চটের বস্তা দ্বারা চাপা দিন।

গায়ে বা পড়নের কাপড়ে আগুন ধরলে মাটিতে গড়াগড়ি করুন।

7। অব্যবহৃত বৈদ্যুতিক সরঞ্জাম মূল লাইন থেকে বিচ্ছিন্ন রাখুন।

8। ক্ষতিগ্রস্থ/নিম্নমানের বৈদ্যুতিক তার/সরঞ্জাম প্রতিস্থাপন করুন।