1। রান্নার পর চুলা সম্পূর্ণ ভাবে নিভিয়া ফেলুন।
2। ভেজা জামা কাপড় চুলার উপর শুকাতে দিবেন না।
3। গ্যাসের চুলা জ্বালানোর পূর্বৈ কমপক্ষে 15 মিনিট পূর্বে রান্নাঘরের জালানা /দরজার খুলে বাতাস চলাচলের ব্যবস্থা গ্রহন করুন।
৪। সঠিক মাতনের বৈদ্যুতিক তার ব্যবহার করুন।
5। বাসাবাড়ির বৈদ্যুতিক লাইন প্রতি ০৬ মাস অন্তর অন্তর নিয়মিত পরীক্ষা করুন।
6। সঠিক মানের বৈদ্যুতিক তার/সরঞ্জাম ব্যবহার করুন।
গায়ে বা পড়নের কাপড়ে আগুন ধরলে মাটিতে গড়াগড়ি করুন।
7। অব্যবহৃত বৈদ্যুতিক সরঞ্জাম মূল লাইন থেকে বিচ্ছিন্ন রাখুন।
8। ক্ষতিগ্রস্থ/নিম্নমানের বৈদ্যুতিক তার/সরঞ্জাম প্রতিস্থাপন করুন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS