ক। অগ্নি-দুর্ঘটনা , উদ্ধার ও আহতসেবাঃ-
1। দুর্ঘটনার সাথে সাথে নিকটস্থ ফায়ার ষ্টেশন বা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে দুর্ঘটনার সংবাদ প্রদান করতে হবে।
2। সংবাদ প্রাপ্তির সাথে সাথে ফায়ার কর্মীগণ সাব সরঞ্জামাদিসহ দুর্ঘটনাস্থলে গমন করেন।
3। যে কোন দুর্যোগে 102 ডায়াল করলেই এ সেবা পাওয়া যায়। এছাড়া নিকটস্থ ফায়ার ষ্টেশনের ফোন নম্বর সংগ্রহ করুন।
4। উল্লেখিত সেবা সংক্রান্ত কোন অভিযোগ থাকলে এই নম্বরে যোগযোদ করুনঃ উপ-সহকারী পরিচালক, এফ এস ও সিডি, পিরোজপুর অফিস-2478890458,মোবাইল নম্বর 01901023904
খ) এ্যাম্বুলেন্স সার্ভিসঃ-
1। অত্র অধিদপ্তর স্থানীয়ভাবে বা আন্তঃজেলা পর্যায় রোগী পরিবহনের নিমিত্তে জনসাধারনের জন্য এ্যাম্বুলেন্স সার্ভিস প্রদান করে থাকে।
2। এ্যাম্বুলেন্স সার্ভিসের আওতায় শুধুমাত্র রোগীকে বাসা থেকে হাসপাতালে অথবা দুর্ঘটনার স্থান থেকে হাসপাতালে স্থানান্তর করা হয়।
3।এ সেবার জন্য স্থানীয় পর্যায়ে বা পৌর এলাকায় ফোনের বা বার্তাবহাকের মাধ্যমে এ্যাম্বুলেন্স কল গ্রহণ করা হয়।
4। আন্তঃ জেলা পর্যায়ে বা দূরবর্তী কলের ক্ষেত্রে রোগী পরিবহনের জন্য নির্ধারিত ফরমপূরণপূর্বক পুর্ব অনুমোদন নিতে হয়।
5। রোগী পরিবহনের জন্য ভাড়ার হার নিম্নরূপঃ
ক) দেশের সকল মেট্রোপলিটন শহর এলাকাসহ সকল পৌর এলাকায় 1মাইল/1কিলোমিটার হতে 5মাইল/8কিলোমিটার পর্যন্ত 100(একশত ) টাকা।
খ) 5মাইলের উধ্বে হইতে 10মাইল অথবা 8কিলোমিটার হইতে 16কিলোমিটার পর্যন্ত প্রতিকল 150(একশত পঞ্চাশ টাকা )।
গ) দুরবর্তী/আন্তঃজেলা কলের ক্ষেত্রে প্রতি মাইল 15(পনের) টাকা ও প্রতিত কিলোমিটার 9/(নয়) টাকা।
ঘ) এ্যাম্বুলেন্স সার্ভিসের আওতায় লাশ বহন করা হয় না।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস